দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতেই বঙ্গবন্ধু বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন : ড. মিজানুর রহমান

- আপডেট সময় : ০৯:১৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধের পর দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতেই বঙ্গবন্ধু বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন বলে মন্তব্য করেছেন, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যপক ড. মিজানুর রহমান। সেই স্বপ্ন বাস্তবায়নে তার কন্যা শেখ হাসিনা কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।
জাতীয় প্রেসক্লাবে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্ট এসোসিয়েশন বাংলাদেশ- ইমক্যাব আয়োজিত ১৫ আগষ্টের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বক্তারা বলেন, সদ্য স্বাধীন দেশকে অর্থনৈতিক মুক্তি দিতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। সেজন্য দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে পরিকল্পিত হত্যার শিকার হন তিনি। হত্যাকারীরা দেশকে সাম্প্রদায়িক শক্তিতে পরিনত করতে এখনো আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক জীবনের পটভূমি তুলে ধরেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমক্যাবের সভাপতি বাসুদেব ধর।