দুস্থ ও অসহায় ৭শ’ পরিবারের মাঝে নৌবাহিনী খাদ্যসামগ্রী বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
করোনায় কর্মহীন হয়ে পড়া দুস্থ ও অসহায় ৭শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী।
সকাল থেকে দিনভর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এই খাদ্য বিতরণ করে নৌবাহিনীর সদস্যরা। সকালে বানৌজা ভাটিয়ারীর তত্বাবধানে সীতাকুণ্ড উপজেলার খাদেমপাড়া, জাহানাবাদ, হাসনাবাদসহ অন্তত ৫টি গ্রামে করোনায় ক্ষতিগ্রস্থ ৫ শতাধিক পরিবারে খাদ্য সহায়তা দেয়া হয়। এছাড়া চট্টগ্রামের বন্দরটিলা, খেজুরতলা, ইপিজেড এলাকায় আরো ২ শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে নৌবাহিনী। আয়োজকরা জানান, করোনার শুরু থেকেই সক্ষমতার সবটুকু দিয়ে দরিদ্র ও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে নৌবাহিনী। করোনার প্রাদুর্ভাব থাকা পর্যন্ত এই কর্মসুচী অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন নৌবাহিনী কর্মকর্তারা।