দু’বছর পর ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ

- আপডেট সময় : ০২:২৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
সাড়ে ৩ হাজার নারীসহ ৩৫ হাজার মুসল্লীর জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিরূপ আবহাওয়া মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়ার কথা জানান ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। দুই বছর পর আনন্দমুখর পরিবেশে ঈদ জামাতে অংশ নিতে, ঢাকাবাসীকে জাতীয় ঈদগাহে আমন্ত্রণ জানান তিনি।
শনিবার দুপুরে ঈদ জামাতের সার্বিক ব্যবস্থাপনা সরেজমিন তদারকিতে জাতীয় ঈদগাহ ময়দানে আসেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র।
শুরুতেই দেখে নেন ২৫ হাজার ৪শ বর্গমিটার জুড়ে তৈরি জাতীয় ঈদগাহের প্যান্ডেল ও নকশা । এরপর পুরো ঈদগাহ ময়দান ঘুরে দেখেন তিনি।
আনুষ্ঠানিক বক্তব্যে ঈদ জামাতে অংশ নিতে ঢাকাবাসীকে আমন্ত্রণ জানান মেয়র শেখ ফজলে নূর তাপস ।
পর্যাপ্ত নিরাপত্তা সহ বৈরী আবহাওয়া মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতির কথাও জানান তাপস।
সকাল সাড়ে ৮ টায় জাতীয় ঈদগাহে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। যেখানে অংশ নিতে পারবেন ৩৫ হাজার মুসল্লী।