দু’দিনের রিমান্ড শেষে আদালতে চিত্রনায়িকা পরীমনি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
- / ১৬৩১ বার পড়া হয়েছে
দু’দিনের রিমান্ড শেষে আদালতে নেয়া হয়েছে চিত্রনায়িকা পরীমনিকে। তার জামিনের আবেদন করেছেন আইনজীবীরা।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের এজলাসে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় শুনানি হবে। পরীমণি ইস্যুতে আর রিমান্ড আবেদন জানাবে না সিআইডি। এর আগে মঙ্গলবার পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস। গত ৫ আগস্ট পরীমণি ও দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। এরও আগে ৪ আগস্ট রাতে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে রেব। এসময় পরীর বাসা থেকে জব্দ করা হয় মদসহ মাদকদ্রব্য।
















