দুদক কর্মকর্তা শরীফ ইস্যুতে সংক্ষুদ্ধ হলে ১০ আইনজীবীকে রিট করতে বলেছে হাইকোর্ট
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:৫৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
 - / ১৬৩৪ বার পড়া হয়েছে
 
দুদক কর্মকর্তা শরীফ ইস্যুতে সংক্ষুদ্ধ হলে ১০ আইনজীবীকে রিট করতে বলেছে হাইকোর্ট। তাদের চিঠির প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছে আদালত।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ এই মন্তব্য করেছে। রিট করা হলে বিষয়টি নিয়ে শুনানির সুযোগ রয়েছে বলেও জানায় উচ্চ আদালত। শরীফ ইস্যুতে উচ্চ আদালতের নির্দেশনা চেয়ে ১০ আইনজীবীর চিঠি খারিজ করে দেয় আদালত। বেশ কিছু অনিয়মের অভিযোগের তদন্ত করে আলোচনায় আসেন দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিন। পরে চাকুরিবিধি লঙ্ঘন ও অনিয়মের অভিযোগে শরীফকে অব্যাহতি দেয় দুর্নীতি দমন কমিশন। ওই ঘটনার প্রতিবাদে সেগুণবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নজিরবিহীন প্রতিবাদ করেন দুদকের কর্মকর্তা ও কর্মচারিরা।
																			
																		














