দুই গ্রুপের দ্বন্দের জেরে কুমিল্লায় ধর্ম অবমাননা আওয়ামী লীগের সাজানো নাটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
দুই গ্রুপের দ্বন্দের জেরে কুমিল্লায় ধর্ম অবমাননা আওয়ামী লীগের সাজানো নাটক বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। বলেন, নির্বাচন থেকে দূরে রাখতে সারাদেশে হিন্দুদের উপর হামলা করে বিএনপি নেতা কর্মীদের মামলা দিচ্ছে সরকার। মামলা প্রত্যাহারের দাবি জানান মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব আরো অভিযোগ করেন, ভাত ও ভোটের সংকট থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই সরকার তার এজেন্সিগুলোকে দিয়ে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িকতা সহিংসতা তৈরি করে সম্প্রীতি নষ্ট করছে। ফেরি দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে দোয়া করা হয়।