দিনাজপুর সীমান্তে বিএসএফ’এর গুলিতে এক বাংলাদেশি স্কুলছাত্র নিহত
- আপডেট সময় : ০২:৪৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
দিনাজপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’এর গুলিতে মিনহাজুল ইসলাম মিনার নামে এক বাংলাদেশি স্কুলছাত্র নিহত হয়েছে।
গেল রাতে দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্তে ৩১৪/১ পিলারের উত্তরে এ ঘটনা ঘটে। নিহত মিনার সদর উপজেলার খানপুর ভিতরপাড়া এলাকার বাসিন্দা। সে খানপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানান, গেলরাতে খানপুর গ্রামের কয়েকজন ছেলে অবৈধ পথে দাইনুর সীমান্ত দিয়ে কচ্ছপের শুঁটকি আনতে গেলে বিএসএফ গুলি চালায়। এতে মিনহাজুল ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনার পর থেকে সাগর ও এমদাদুল নামে দু’জন নিখোঁজ রয়েছে। তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিজিবির দাইনুর ক্যাম্পের কমান্ডার আক্তার হোসেন জানান, বুধবার রাতে রাত ৮টা থেকে ৯টার মধ্যে ভারতের সীমান্তে শুঁটকি আনতে গেলে বিএসএফ’র গুলিতে একজন মারা গেছে। মরদেহ বিএসএফের কাছে রয়েছে। পতাকা বৈঠকের পর মরদেহ হস্তান্তর করা হবে।

























