দলে ফিরতে দেশে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

- আপডেট সময় : ০২:০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার রাত ২টা দিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি। এক বছর পর ক্রিকেটে ফিরলেও, কোন তাড়াহুড়ো করতে চান না, বরং সময় নিয়ে নিজেকে প্রস্তুত করতে চান বিশ্বসেরা অলরাউন্ডার। সেই সাথে ভক্ত সমর্থকদের ভালোবাসার প্রতিদান মাঠের পারফরমেন্সে দিতে চান সাকিব। ফিটনেস লেভেলে কিছুটা ঘাটতি রয়েছে তবে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগেই নিজের সেরা রূপে ফিরতে পারবেন বলে বিশ্বাস বাংলাদেশের ক্রিকেটের সেরা তারকার।
ঘড়ির কাটায় রাত তখন দুইটা। বিমান বন্দরের ভিআইপি গেটের সামনে ব্যানার হাতে দাড়িয়ে আছেন ভক্ত সমর্থকরাও। দেশে ফিরছেন সাকিব আল হাসান। বরণের অপেক্ষায় ভক্ত সমর্থকরা।
ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাকিব। দীর্ঘ বিমান ভ্রমনের ক্লান্তিতেও মুখে কৃতজ্ঞতার হাসি। সিরিজ, টুর্নামেন্ট কিংবা ঘুরতে, বহুবার দেশের বাইরে গেছেন। ফিরেও এসেছেন। কিন্তু এবারের ফেরাটা সাকিবের কাছে একেবারেই অন্যরকম।
নিষেধাজ্ঞার কারণে এক বছর দূরে ছিলেন ব্যাট বল থেকে। কঠিন সময় পার করে আবারো মাঠে ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে, কোন তাড়াহুড়ো করতে চান না, বরং সময় নিয়ে নিজেকে প্রস্তুত করতে চান সাকিব ।
কিছু দিন আগে দেশের মাটিতে ফিটনেস কাজ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তারপরও ফিটনেসে ঘাটতি রয়ে গেছে বলে মনে করেন
সবকিছু ঠিক থাকলে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্ট দিয়ে আবারো মাঠে ফিরবেন বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান।