দক্ষিণ সুদানে সহিংসতায় নারী ও শিশুসহ ৩২ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
দক্ষিণ সুদানে আজ প্রতিপক্ষ জাতিগোষ্ঠীর মধ্যে সহিংসতায় নারী, শিশুসহ ৩২ জন নিহত হয়েছে। গৃহযুদ্ধ ও বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যকার সংঘাতে বিপর্যস্ত দক্ষিণ সুদানের বিভিন্ন অঞ্চল।
গত ২৩ জানুয়ারি জাতিগত গোষ্ঠীর দুই প্রতিপক্ষ দলের সশস্ত্র তরুণরা জংলেই রাজ্যের দুটি গ্রামে হামলা চালায়। এ সময় তারা ফাঁকা গুলি ছোড়ে এবং বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করে। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। তারা ঘটনার ভয়াবহতা থেকে পালানোর চেষ্টার সময় নদীতে ডুবে মারা যায়। এছাড়া হামলার ঘটনায় কমপক্ষে ২৬ জন আহত হয়েছে। বেসামরিক নাগরিকদের ওপর এ ধরনের হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে ইউএনএমআইএসএস। এ রকম ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তারা।