দক্ষিণ আফ্রিকার প্যাশন ফল এখন ঝিনাইদহে
- আপডেট সময় : ০৪:৩৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ১৫২৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুরে চাষ হচ্ছে দক্ষিণ আফ্রিকার ফল প্যাশন। দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে এ ফলের চাষ হওয়ায় লাভের মুখ দেখছেন উদ্যোক্তারা। আর কৃষি বিভাগ বলছে, নতুন এ ফল চাষে করা হবে সব ধরনের সহযোগিতা।
সবুজ লতাগুল্মে ঝুলে আছে গোলগাল ট্যাং বা প্যাশন ফল। সবুজে মোড়া বাগানে কৃষকের পরিচর্যায় ঝরে পড়ছে এই বিদেশি ফলের সৌন্দর্য। লতাগুল্মে ফোঁটা রঙিন ও অপূর্ব ফুল যেন চোখ জুড়িয়ে দেয় সবার।
উদ্যোক্তারা জানান, সাত বছর আগে কৃষি কাজে যুক্ত হয়ে পেয়ারা, ড্রাগন, কমলা কুল, মাল্টাসহ নানা ফলের বাগান গড়ে তোলেন তারা। পরে, যশোর থেকে সংগ্রহ করা পাঁচটি চারার পরীক্ষামূলক চাষে মেলে সফলতা। গাছ লাগানোর দু’বছর পর থেকে ফুল আসতে শুরু করে। বর্তমানে বাগানগুলো ফলে ফলে ভরে গেছে। স্থানীয় বাজারে চাহিদা ভালো থাকায় লাভের মুখ দেখছে কৃষি উদ্যোক্তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগানটির কথা ছড়িয়ে পড়লে প্রতিদিন দূর দুরান্ত থেকে অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছে এখানে।
শুরুতে ফলের দাম ছিল পাঁচ থেকে সাত টাকা। এখন প্রতি ফল বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়। জমি থেকেই কিনে নিচ্ছেন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ব্যবসায়ীরা। ভবিষ্যতে বাগান বাড়ানোর পরিকল্পনা এই উদ্যোক্তার।
বিদেশি এই ফলের পরীক্ষামূলক চাষে সব ধরনের পরামর্শ দেওয়ার আশ্বাস উপজেলা কৃষি বিভাগের।
দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও ফিলিপাইনের এই জনপ্রিয় ফলটি স্থানীয়ভাবে কেউ ডাকেন আনারকলি, কেউ বলেন ট্যাং। বৈজ্ঞানিক নাম প্যাসিফ্লোরা ইডিউলাস। মিষ্টি স্বাদ আর পুষ্টিগুণের কারণে বিশ্বজুড়ে রয়েছে এর ব্যাপক চাহিদা।

















