তেলেগু অভিনেতা ফিশ ভেঙ্কট আর নেই, চিকিৎসার অভাবে মর্মান্তিক পরিণতি

- আপডেট সময় : ০৩:৫৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
তেলেগু চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ফিশ ভেঙ্কট আর নেই। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারজনিত জটিলতায় ভুগে গতকাল শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।
তেলেগু গণমাধ্যম, দ্য হিন্দু ও হিন্দুস্থান টাইমস-এর খবরে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ফিশ ভেঙ্কট। তবে সময়মতো পর্যাপ্ত চিকিৎসা পাননি এই একসময়ের ব্যস্ত অভিনেতা। বরং চিকিৎসা ব্যয়ের জন্য অর্থ সংগ্রহ করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন তাঁর পরিবার। বিষয়টি ঘিরে তেলেগু ইন্ডাস্ট্রিতে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে।
চলচ্চিত্রে মূলত কমেডি ও পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান ফিশ ভেঙ্কট। তাঁর অভিনীত অসংখ্য চলচ্চিত্র তেলেগু প্রেক্ষাগৃহে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। মঞ্চ থেকে বড় পর্দা—সবখানেই ছিল তাঁর দক্ষ পদচারণা।
ভেঙ্কটের মৃত্যুতে দক্ষিণী চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, তাঁর মরদেহ আজ (শনিবার) হায়দরাবাদেই দাহ করা হবে।