তুরাগ তীরে লাখো মানুষের জুম্মা আদায়

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে তাবলিগ জামায়াতে সবচে বড় জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম দিন শুক্রবার কানায় কানায় পূর্ণ ছিল ইজতেমার ময়দান ও আশপাশের এলাকা। মাঠের বাইরে সড়ক ও আশাপাশের বাড়ির ছাদে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। বিশ্ব ইজতেমাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল
ইজতেমা শুরুর আগ থেকেই মহান আল্লাহ তায়লার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে টঙ্গীর তুরাগ নদীর তীরে সমবেত হন দেশী-বিদেশী লাখো মুসল্লী।
ফজরের নামাজের পর মাওলানা জিয়াউল হকের বয়ানের মধ্যদিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা।
তীব্র শীতকে উপেক্ষা করে ইজতেমায় আসতে পেরে খুশি তারা।