তুমব্রু সীমান্তে মিয়ানমারের মর্টার শেল বিস্ফোরণে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
বান্দরবানের নাইক্ষ্যছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমারের মর্টার শেলে এক রোহিঙ্গা নিহতের পর আজও বিকট গোলার শব্দ পাওয়া গেছে বাংলাদেশ সীমান্ত থেকে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়।
নিরাপত্তার কারণে গ্রাম ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছে অন্তত ৩৫টি পরিবার। আর শূন্যরেখায় মর্টারশেলের বিস্ফোরণে আহতরা এখনো উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সীমান্তে গোলাগুলির ঘটনায় চলাচলে বিধিনিষেধ দেয়া হয়েছে। এতে আতঙ্কে দিনরাত কাটছে সীমান্ত এলাকার বাসিন্দাদের।