তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের অবৈধ সম্পদ অর্জনের মামলায় রুল শুনানি ৫ জুন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- / ১৭০৩ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের অবৈধ সম্পদ অর্জনের মামলায় হাইকোর্টের রুল শুনানি ৫ জুন।
আসামীপক্ষের সময় আবেদন মঞ্জুর করে শুনানির দিন পিছিয়ে এই আদেশ দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের দ্বৈত বেঞ্চ। অবৈধ উপায়ে ৪ কোটি ৮২ লাখ টাকার সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বরে তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা, শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। পৃথক রিট পিটিশনের প্রেক্ষিতে, একই বছর মামলাটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, সরকার ও দুদকের কাছে তার ব্যাখ্যা চেয়ে পৃথক রুল জারি করে হাইকোর্ট।