তামিলনাড়ু রাজ্যের একটি মন্দিরে রথযাত্রা অনুষ্ঠানের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ১১ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি মন্দিরে রথযাত্রা অনুষ্ঠানের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার ভোরে তামিলনাড়ুর থানজাভুর জেলার কালিমেদু আপ্পার মন্দিরে হতাহতের এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রথ শোভাযাত্রায় মন্দিরের পালকিতে অনেক মানুষ দাঁড়িয়ে ছিলেন। দাঁড়িয়ে থাকা কিছু বুঝে ওঠার আগেই রথের সঙ্গে হাইভোল্টেজ লাইনের সংঘর্ষ হয়৷ এতেই হতাহতের ঘটনা ঘটে। রথযাত্রা উৎসবে বিদ্যুৎস্পর্শ হয়ে প্রাণ হারান অন্তত ১১ জন।এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছেন তামিলনাড়ুর তিরুচিরাপল্লি সেন্ট্রাল জোনের পুলিশের মহাপরিদর্শক ভি বালাকৃষ্ণান। এদিকে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।














