ঢাকায় এসেছেন জন কেরি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
ঢাকায় এসেছেন জন কেরি। প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ সন্মলেনের আমন্ত্রণ জানাতে তার এই ঢাকা সফর।
২২ ও ২৩শে এপ্রিল অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে অংশ গ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন তিনি। দিল্লি থেকে বিশেষ বিমানে সকালে ঢাকায় এসেছেন জো বাইডেনের এই বিশেষ দূত। তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ প্রথমে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করে আমন্ত্রণপত্রটি দেবেন। তার ঢাকা সফরে দুই দেশের বিভিন্ন বিষয়সহ জলবায়ু ইস্যুটি প্রাধান্য পাবে।


























