ঢাকা-মাওয়া সড়কের শ্রীনগরে বাসের ধাক্কায় পিকআপভ্যানের যাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপভ্যানের যাত্রী নিহত হয়েছে।
পুলিশ জানায়, সকালে স্বাধীন এক্সপ্রেসওয়ে নামক একটি যাত্রীবাহী বাসের ধাক্কা দিলে পিকআপভ্যানে থাকা মাছ ব্যবসায়ী তুষার রাজবংশী নিহত হয়। এসময় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বাসে থাকা যাত্রীদের কেউ হতাহত হয়নি।
সিরাজগঞ্জের বেলকুচির আজুগড়ায় বাস চাপায় মোহাম্মদ উল্লাহ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে ঢাকা থেকে এনায়েতপুর গামী যাত্রী বাহী বাসটি এনায়েতপুর-সয়দাবাদ সড়কের আজগড়ায় পৌঁছোলে রাস্তা দিয়ে চলার পথে ওই কিশোর চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।




















