ঢাকা-মাওয়া মহাসগড়কে যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষে দু’জন নিহত
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৭:১৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
 - / ১৫৭৩ বার পড়া হয়েছে
 
ঢাকা-মাওয়া মহাসগড়কের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ নামক স্থানে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষে বসুমতী বাসের চালক ও হেনা বেগম নামের এক যাত্রীসহ দু’জন নিহত হয়েছে।
পুলিশ ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায় বিকেল ৪টায় শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী বসুমতী পরিবহন ও ঢাকা থেকে ছেড়ে আসা শিমুলিয়া ঘাটমুখী প্রচেস্টা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হলে বসুমতী বাসের যাত্রী হেনা বেগম ঘটনাস্থলেই মারা যায়। আর এ ঘটনায় হেনা বেগমের স্বামী জহিরুল ইসলাম, ছেলে সোহাগ ও তার স্ত্রী এবং বসুমতী বাসের চালক বাদশা মিয়া গুরুতর আহত হলে তাদের চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
																			
																		
















