ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে থামছে না চাঁদাবাজি

- আপডেট সময় : ০৫:২৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
কোনভাবেই থামছে না ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনী অংশের চাঁদাবাজি। কৌশল বদলে এখন টোকেনে চলছে সবকিছু। চালক ও মালিকদের অভিযোগ, টোকেন চুক্তির আওতায় না থাকলে পুলিশি হয়রানির শিকার হতে হয়। গাড়ির কাগজ ঠিক থাকার পরও, গুনতে হচ্ছে দিগুণ টাকা। প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব।
দেশের লাইফ লাইন খ্যাত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনী অংশে প্রতিদিন চলাচল করে হাজারো ট্রাক, কাভার্ডভ্যানসহ গণপরিবহণ। মহাসড়কটি বাইরে থেকে দেখতে সুন্দর হলেও ভেতরটা অনিয়মের কারখানা। চালকদের দাবী, চাদাঁ ছাড়া গাড়ী চালানো যায় না। কতিপয় পুলিশ সদস্য ও ট্রান্সপোর্ট এজেন্সী গুলো শক্তিশালী সিন্ডিকেট করে নিয়ন্ত্রণ করছে মহাসড়ক। পরস্পরের যোগসাজশে কৌশলে সড়ক-মহাসড়কে চালাচ্ছে ত্রাসের রাজত্ব।
চাঁদার সাংকেতিক চিহ্ন দেখালে কিংবা ফোনে নিশ্চিত হলেই সমাধান হচ্ছে পুলিশি ঝামেলা।
কাগজ ঠিক থাকার পরও পড়তে হয় নানা বিড়ম্বনায়।বারবার অভিযোগে করেও মিলছেনা সুফল। এতে হুমকির মুখে রয়েছে পরিবহন ব্যবসা।
তবে এসব অভিযোগ সঠিক নয়। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে অথবা চুরি ছিনতাই রোধে পুলিশ নিয়মিত কার্যক্রম চালাচ্ছে বললেন এই কর্মকর্তা।
অপকর্ম ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেবে কতৃপক্ষ এমনটাই প্রত্যাশা পরিবহন মালিক ও চালকদের।