ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন হয়েছে।
দুপুরে জেলা শহরের চৌরাস্তায়- ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ কর্মসুচি পালন করা হয়। গেল ৫ জুলাই ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনা রোগীদের খাদ্য সরবরাহ নিয়ে অনিয়মের তথ্য তুলে ধরলে, তদন্ত ছাড়াই হাসপাতালের তত্বাবধায়ক নিজেই বাদী হয়ে সাংবাদিক তানু, লিটু ও রহিম শুভর নাম উল্লেখ করে ডিজিটাল আইনে মামলা করেন। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও ঠাকুরগাঁও জেলাসহ সারাদেশে যেসব সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মিথ্যা মামলা হয়েছে- তা প্রত্যাহারের দাবি করা হয়েছে। অন্যথায় কঠোর কর্মসুচি পালনের ঘোষণা দেন বক্তারা। পাশাপাশি হাসপাতালে যারা এই দূর্নীতির সাথে জড়িত- তদন্ত করে তাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা নেয়ার কথাও জানান তারা।