ড. বেনজীর আহমেদ ৩০ সেপ্টেম্বর থেকে অবসরে যাচ্ছেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
পুলিশ মহাপরিদর্শক–ড. বেনজীর আহমেদ ৩০ সেপ্টেম্বর থেকে অবসরে যাচ্ছেন। এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ৩০ সেপ্টেম্বর বেনজীর আহমেদের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী তিনি ঐদিনের পর থেকে অবসরে যাবেন। এ অবস্থায় আগামী ১ অক্টোবর থেকে ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবসরোত্তর ছুটিতে থাকবেন তিনি। ২০২০ সালের এপ্রিল মাসে আইজিপি হিসেবে নিয়োগ পান বেনজীর আহমেদ। তবে দায়িত্ব নেন ওই বছরের মে মাসে। এর আগে তিনি রেবের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। এদিকে, নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন রেবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। রেবের সাবেক মহাপরিচালক হিসেবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েন বেনজীর আহমেদ।