ঠাকুরগাঁও, টাঙ্গাইল ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও, টাঙ্গাইল ও ময়মনসিংহে আলাদা সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে।
ঠাকুরগাঁওয়ে ঢাকা ফেরত বাস ও মটর সাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শ্যামলী এন্টারপ্রাইজ ও রোমার এক্সপ্রেস নামের বাস দুটি একটি আরেকটিকে ওভারটেক করতে গেলে একইদিক থেকে আসা দুই মোটর সাইকেলকে ধাক্কা লাগলে ২ আরোহী ছিটকে মহাসড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন পাড় হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এসময় কানে হেডফোন থাকায় ওই যুবক ট্রেনের শব্দ শুনতে পায়নি বলে ধারণা করছে পুলিশ।
ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় জান্নাত নামে এক শারীরিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।