ঠাঁই নেই আফগানিস্তানের পাকতিকা প্রদেশের হাসপাতালগুলোতে

- আপডেট সময় : ০৭:১৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
- / ১৬০৮ বার পড়া হয়েছে
আহতদের চাপে তিল ধারণের যেন ঠাঁই নেই আফগানিস্তানের পাকতিকা প্রদেশের হাসপাতালগুলোতে। প্রবল ভূমিকম্পে যে কয়েকটি হাসপাতাল টিকে আছে সেখানেই কোনো রকমে চলছে আহতেদের চিকিৎসা। কিছু অস্থায়ী হাসপাতাল বানালেও রোগীর তুলনায় তা অপ্রতুল।
হাসপাতালের একেকটি বেডে গাদাগাদি করে থাকতে হচ্ছে তিন-চার জন রোগীকে। চিকিৎসক থেকে চিকিৎসা সরঞ্জাম, সবকিছুরই অভাব। গায়ান জেলার ৫ বেডের একটি হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন ৫শর বেশি মানুষ। তালেবানরা হেলিকপ্টারে করে ওই হাসপাতালগুলোতে নিয়ে গেছে তাদের। সরকার এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে চলছে ত্রাণ বণ্টন। এখনও চালানো হচ্ছে উদ্ধার তৎপরতা। বিপর্যস্ত বাসিন্দাদের সহায়তায় এগিয়ে আসতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে তালেবান সরকার। আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দীন হাক্কানি বলছেন, দুর্গত এলাকায় এখনও উদ্ধারকাজ চালানো হচ্ছে। বাসিন্দাদের ত্রাণ সরবরাহ করা হয়েছে। বিশ্ব সম্প্রদায়কে, আফগানদের সহায়তায় এগিয়ে আসার উচিত।