ট্রাক- মোটরসাইকেল সংর্ঘষে ৩ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারুপ এলাকায় আঞ্চলিক সড়কে ট্রাক- মোটরসাইকেল সংর্ঘষে ৩ জন নিহত হয়েছে।
গেলরাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা, হলেন মোটর সাইকেল চালক ও আরোহী ইকবাল, আমজাদ ও পায়েল। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী হাসান গুরুত্বর আহত হয়েছেন।অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এদের মধ্যে আমজাদ সীমান্ত সংলগ্ন মিয়াপাড়ার ভারতীয় নাগরিক বলে জানা গেছে।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলমগীর ভূইয়া দূর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এসময় ট্রাকের চালক দূর্ঘটনার পর পালিয়ে যায়