টোকিও অলিম্পিক থেকে বিদায় নিলেন দিয়া সিদ্দিকীও

- আপডেট সময় : ০৭:০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
রোমান সানার পর টোকিও অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টে বিদায় নিলেন দিয়া সিদ্দিকীও। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে এগিয়ে থেকেও টাইব্রেকারে হেরে যান তিনি। প্রথম রাউন্ডে মাত্র ১ পয়েন্টে হেরে শেষ ষোলোতে ওঠা হলো না প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নেয়া এই আর্চারের।
নারী এককের এলিমিনেশন রাউন্ডের প্রথম সেটে তার প্রতিপক্ষ ছিল বেলারুশের আর্চার কারিনা জিমোন্সিকায়া। ইউমেনেশিমা ফিল্ডে এলিমিনেশন রাউন্ডের লড়াইয়ের প্রথম সেট ২৩-২২ পয়েন্টে জিতে নেন দিয়া। তবে দ্বিতীয় সেট হেরে যান ২৬-২৫ পয়েন্টে। তৃতীয় সেট সমান ২৫-২৫ পয়েন্ট করেন দুজনেই। চতুর্থ সেটে হেরে যান ২৫-২৭ পয়েন্টে। আর শেষ সেটে ২৭-২৫ পয়েন্টে জিতে পাঁচ সেট সমতায় শেষ করেন দিয়া। জিতলেই শেষ ষোলোতে জায়গা করে নিতে পারতেন তিনি। তবে শেষ পর্যন্ত টাইব্রেকে হেরে যান বাংলাদেশি আর্চার। শ্যুট অফে ৬-৫ সেট পয়েন্টে হেরে যান দিয়া সিদ্দিকী। এর আগে পুরুষ বিভাগে রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের আরেক আর্চার রোমান সানা।