টেকনাফ সীমান্তে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক কারবারী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ সীমান্তে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক কারবারী ছমুদা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৪ পুলিশ সদস্য।
গেলরাতে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী সীমান্ত সংলগ্ন লবণ মাঠে এ বন্দুকযুদ্ধ ঘটে। পুলিশ মাদক পাচারের গোপন খবর পেয়ে খারাংখালী সংলগ্ন লবণ মাঠে অবস্থান নেয় পুলিশ। কিছুক্ষণ পর বেড়িবাঁধ এলাকা থেকে একদল নারী-পুরুষ আসলে পুলিশির টহল দল তাদের গতিরোধ করার চেষ্টা করে। পরে এই মাদক বহনকারী চক্রের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবার একটি চালানসহ একজন গুলিবিদ্ধ ছমুদা নামে এক নারীকে উদ্ধার করে পুলিশ। আহত নারীকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।