টেকনাফ থেকে ১২ লাখ টাকার মূল্যের মাছ ধরার অবৈধ ফাঁস-জাল জব্দ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকত থেকে ১২ লাখ টাকার মূল্যের মাছ ধরার অবৈধ ফাঁস-জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার সমুদ্রসৈকতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরফানুল হক চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু মিয়াসহ পুলিশ সদস্যরা। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফ উপজেলার বিভিন্ন সমুদ্র সৈকতে মৎস্য সম্পদ ধ্বংসকারী ৬০ হাজার মিটার বিহিঙ্গি, কারেন্ট ও বিভিন্ন ধরনের অবৈধ জাল জব্দ করা হয়েছে।