টানা আটদিন ধরে দেশজুড়ে চলছে কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
টানা আটদিন ধরে দেশজুড়ে চলছে কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি। এরই ধারাবাহিকতায় মাদারীপুর শাখার উদ্যোগে আজও কর্মবিরতি পালন করছে জেলা কালেক্টরেট সহকারি সমিতির সদস্যরা ।
৩০ নভেম্বর পর্যন্ত ডাকা তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির এই কর্মসূচি মাদারীপুরে শুরু হয় সকাল ৯টায়। জেলা প্রশাসক কার্যালয়ে চত্বরে অবস্থান করে চলছে কর্মসূচির পালন। এর ফলে জেলা-উপজেলা অফিসের কার্যক্রম বন্ধ রয়েছে। এসময় বক্তারা বলেন, ৯ বছর আগে প্রধানমন্ত্রী এ বিষয়ে সার-সংক্ষেপ অনুমোদন দিলেও তা বাস্তবায়ন হচ্ছে না। এসব দাবি দ্রুত বাস্তবায়নের দাবিও জানান তারা।