টাঙ্গাইলের সখীপুরে অধ্যক্ষ জামাল হত্যা মামলায় আপনভাইসহ ২ জনের মৃত্যুদণ্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের সখীপুরে অধ্যক্ষ জামাল হোসেন ঠান্ডু হত্যা মামলায় নিহতের আপন ভাইসহ দুজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দিয়েছে আদালত। টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিচারক বেগম শাহানা হক সিদ্দিকা এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মহসিন সিকদার জানান, পূর্ব শত্রুতার জেরে ২০১১ সালের ২০ অক্টোবর জামাল হোসেন ঠান্ডু কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় বৈল্লারপুর এলাকায় পৌঁছালে মিনহাজুর রহমান মিন্টুর নেতৃত্বে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর ওই দিন জামাল হোসেনের স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।