টাঙ্গাইলের দেলদুয়ারে বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের দেলদুয়ারে বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্প্রতিবার রাত নয়টার দিকে, তিন বন্ধু মিলে তাদের এক বন্ধু নাসিরের মুদি দোকানে বসে মদপান করে। মদপানের পর তারা তিনজনই অচেতন হয়ে যায়। পড়ে একজন ক্রেতা, তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দোকানের পাশের লোকজনকে ডেকে বিষয়টি অবগত করেন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সসময় কর্তব্যরত চিকিৎসক তিনজনের মধ্যে নাসির ও পারভেজকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে আক্কাসও মারা যায়।