টাঙ্গাইলের আলাদা সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

- আপডেট সময় : ০৬:৩৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের আলাদা সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত হয়েছে।
টাঙ্গাইলের মধুপুরে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। সকালে মধুরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রুপালী ফিলিং স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। মধুপুর থানা কর্মকর্তা মোহাম্মদ তারিক কামাল জানান, মধুপুরগামী পিকআপ ভ্যানের সঙ্গে জামালপুরগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শিশু ও তার মাসহ তিনজন নিহত হয়।নিহতদের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।
এদিকে, টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আরও দু’জনের মৃত্যু হয়েছে। দুপুরে গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের মির্জাপুরের বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাস ও কাভার্ড ভ্যান রাস্তার পাশে খাদে পড়ে যায়।এসময় কমপক্ষে ১০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় স্থানীয় পুলিশ।