ঝিনাইদহের শৈলকুপায় পানিতে ডুবে দেড় বছরের এক কন্যা শিশুর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
- / ১৬২৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপায় পানিতে ডুবে দেড় বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
সকালে উপজেরার খন্দকবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, সকাল ৮টার দিকে রেবা নামের শিশুটি খেলতে খেলতে বাড়ির পাশের ডোবায় পড়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর ডোবায় তাকে ভেসে থাকতে দেখে পরিবারের লোকজন। পরে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


























