ঝিনাইদহের শৈলকুপায় তিনটি মেছোবাঘ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৬২৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপা থেকে তিনটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে।
সকালে উপজেলার শাহবাড়িয়া গ্রামে মাঠের সেচ পাম্পের গভীর হাউজ থেকে মেছোবাঘ তিনটি উদ্ধার করা হয়। এলাকাবাসী ও বন বিভাগ জানায়, সেচ পাম্প হাউজের ভেতরে দুই সাবকসহ তিন মেছোবাঘ আটকা পড়ে। সকালে তাদের ভয়ংকর গর্জনে আতঙ্কিত হয়ে ওঠে মানুষ। বাঘের মত গর্জন শুনে পাম্প হাইজে গিয়ে দু’টি বাচ্চাসহ ৩টি মেছো বাঘ দেখতে পায় স্থানীয়রা। পরে শৈলকুপা বন বিভাগে খবর দিলে মেছোবাঘ তিনটি উদ্ধার করে তারা। তবে একটি বাচ্চা মারা যায়। বাকি দু’টো মেছোবাঘ অবমুক্ত করা হয়েছে। বাঘ আটকা পড়েছে এমন সংবাদ শুনে এলাকার উৎসুক মানুষের ভীড় জমে যায়।