ঝিনাইদহে ৫২ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
করোনা সংক্রমন রোধে নিরাপদ দূরত্ব না মানায় এবং নির্দিষ্ট সময়ের পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ঝিনাইদহে ৫২ জনকে সাড়ে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, করোনা সংক্রমণ রোধে জেলাব্যাপী ভ্রাম্যমাণ আদালত চালানো হচ্ছে। এসময় বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করা, মাস্ক ব্যবহার না করা ও নির্দেশ অমান্য করে দোকান খোলার অপরাধে ৫২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় প্রতিদিন এ অভিযান চালানো হচ্ছে।