ঝালকাঠির লঞ্চে আগুনের ঘটনায় মালিক জালালসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

- আপডেট সময় : ০৯:৫৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
- / ১৬১৬ বার পড়া হয়েছে
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় লঞ্চটির চার মালিকসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার নৌ আদালত। বিকেলে মামলা দায়েরের পর সেটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নৌ-আদালতের বিচারক জয়নাব বেগম। লঞ্চটির ইঞ্জিনে ত্রুটি পাওয়া গেছে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত দল। এদিকে, নিখোঁজদের ছবি হাতে আজও সুগন্ধা পাড়ে অপেক্ষায় দেখা গেছে স্বজনদের।
এমভি অভিযান-১০ এর ফিটনেস থাকলেও লঞ্চটিতে ইঞ্জিনের ত্রুটি পাওয়া গেছে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত দল। প্রথম শ্রেণির মাস্টার থাকলেও, দু’জন ছিলেন দ্বিতীয় শ্রেণির। রোববার দুপুরে বরগুনার সার্কিট হাউসে দুর্ঘটনা কবলিত লঞ্চের কয়েকজন যাত্রীর কাছ থেকে অগ্নিকান্ডের বিবরণ শোনেন তদন্ত কমিটির প্রধান নৌপরিবহন মন্ত্রণালেয়র যুগ্মসচিব তোফায়েল আহমেদ। লঞ্চের ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।
তৃতীয় দিনে বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও কোস্ট গার্ডের টিম উদ্ধার কাজে অংশ নেয়। নতুন করে কোন মরদেহ উদ্ধার হয়নি। নিখোঁজদের সন্ধানে ছবি হাতে সুগন্ধার তীরে অপেক্ষা করতে দেখা গেছেন স্বজনদের। সদর থানা পুলিশ নিখোঁজ ৪৭ জনের নামের তালিকা তৈরি করেছে।
এদিকে, লঞ্চের মালিক হাম জালাল শেখের বিরুদ্ধে করা অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসিরের মামলাটি গ্রহণ করেছে আদালত।
স্বজনদের দাবি, এখনো কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।