ঝালকাঠি সুগন্ধা নদীর দক্ষিণ তীর থেকে আরো দুইজনের দগ্ধ মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৮১ বার পড়া হয়েছে
ঝালকাঠি সুগন্ধা নদীর দক্ষিণ তীর থেকে আরো দুইজনের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান চলছে। অগ্নিকান্ডের সময় নদীতে ঝাঁপিয়ে পড়াদের খুঁজতে ফায়ার সার্ভিস কর্মীরা সকাল থেকে সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে সন্ধান চালান। ঘটনায় নিখোঁজ যাত্রীদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকাল বরগুনা সদর হাসপাতালে ২৩ স্বজনের নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুন লেগে নিহত হন ৩৯ জন। পরে আরো তিনজনের মরদেহ উদ্ধার হয়।