জয়পুরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রীসহ তিনজনকে মৃত্যুদণ্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
স্বামী হত্যা মামলায় স্ত্রীসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন জয়পুরহাটের আদালত। পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে খুন করা হয়।
বিচারক মো. নূর ইসলাম এ রায় দেন। রায় শুনে আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। রায় ঘোষণার সময় আসামি সেলিম ও আইনুল আদালতে উপস্থিত ছিলেন। কিন্তু নিহত রহিম বাদশার স্ত্রী আকলিমা পলাতক রয়েছেন। গাড়িচালক বাদশার সহকারী সেলিমের সঙ্গে তার স্ত্রী আকলিমার পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি রহিম জানার পর তাকে হত্যার পরিকল্পনা করেন সেলিম ও আকলিমা। ২০১৬ সালের ১০ জুলাই রাতে আকলিমা ও প্রেমিক সেলিম তার বন্ধু আইনুলকে নিয়ে রহিমকে মাইক্রোবাসের মধ্যেই গলা কেটে হত্যা করে। পরদিন ১১ জুলাই নিহতের বাবা শাহাদত হোসেন বাদী হয়ে পাঁচবিবি থানায় হত্যা মামলা করেন।