জিম্বাবুয়ে সফরের ষোলকলা পূর্ন হলো বাংলাদেশের

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
জিম্বাবুয়ে সফরের ষোলকলা পূর্ন হলো বাংলাদেশের। টেস্ট ও ওয়ানডের পর টি-টুয়েন্টি সিরিজও টাইগারদের। তৃতীয় ও শেষ ম্যাচে ৫ উইকেটে জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো টাইগাররা।
অলিখিত ফাইনালে স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো মাহমুদউল্লাহ’র।
দুর্দান্ত ফিনিশিংয়ে আলাদা নজড় কেড়েছেন নবাগত শামীম পাটোয়ারি। ১৫ বলে তার অপরাজিত ৩১ রানে ইনিংসে সহজ জয় পায় বাংলাদেশ। হারারতে স্বাগতিদের দেয়া ১৯৪ রানের লক্ষ্য খেলতে নেমে সৌম্য সরকার ও নবাগত শামীম পাটোয়ারির ব্যাটিং নৈপুন্যে জয় পায় বাংলাদেশ। সর্বোচ্চ ৬৮ রান করেন সৌম্য। ৩১ রানে অপরাজিত ছিলেন শামীম পাটোয়ারি। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৩ রান তোলে জিম্বাবুয়ে।