জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের সব ধরণের তৎপরতা পুরোপুরি বন্ধ ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের সব ধরণের তৎপরতা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কথা জানিয়েছে পরমাণু কেন্দ্রটির নিয়ন্ত্রণে থাকা কোম্পানি ‘এনারজোএটম’।
কোম্পানি থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তার কারণে জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের তৎপরতা বন্ধ করা হয়েছে। কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রটিকে ‘শীতল’ অবস্থায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গত বুধবার ইউক্রেন ওই পরমাণু কেন্দ্রের আশপাশের এলাকার বাসিন্দাদেরকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র পরিদর্শন করেছেন।



















