জাপানের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
জাপানের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে জনমত জরিপে এগিয়ে আছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা।
জনসমর্থন জরিপে ইশিবা পেয়েছেন ৩৪ শতাংশ ভোট। প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইউশিহাইদে সুগা পেয়েছেন ১৪ শতাংশ। যা দ্বিতীয় সর্বোচ্চ পপুলার ভোট। কেয়দো নিউজের করা এ জরিপে এ তথ্য উঠে আসে। কে হচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী তা জানা যাবে ১৫ সেপ্টেম্বরের পর। জাপানের সংসদীয় পদ্ধতি অনুযায়ী ক্ষমতাসীন দলের সভাপতি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আগামী বছরের অক্টোবরের আগে জাপানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের উত্তরসূরি হওয়ার লড়াইয়ে আছেন আরো তিনজন। শারীরিক অসুস্থতার কারণে গেল শুক্রবার পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।