জাপান থেকে আড়াই লাখ ডোজ টিকা আসছে আজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আড়াই লাখ ডোজ টিকা আসছে আজ ।
কোভ্যাক্সের আওতায় পর্যায়ক্রমে একই প্রক্রিয়ায় দেশে আরও টিকা আসতে থাকবে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দেশে করোনার সংক্রমণ রোধে এই টিকা আনছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন জানান, যাদের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ বাকী, তারাই এই ভ্যাকসিন পাবেন। গেলো ৭ জুলাই জাপান থেকে টিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।