জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার

- আপডেট সময় : ০৪:০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ঝুকি প্রকট মাথায় রেখেই এ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সকালে ৩২ নম্বর পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
১৫ আগষ্ট সোমবার– জাতির জীবনে এক কলঙ্কিত দিন।
এদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও রাজনৈতিক নেতাকর্মিদের পাশাপাশি ঢল নামবে সর্বস্তরের মানুষের।
শোক দিবস সামনে রেখে নিরাপত্তা পরিস্থিতি দেখতে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে যান ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।
আশপাশ ঘুরে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে জনসাধারণের জন্য বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর উন্মুক্ত করে দেয়ার কথা জানা ডিএমপি কমিশনার।
শোকদিবসে জনসাধারনের শ্রদ্ধা নিবেদনের জন্য রাসেল স্কয়ার সড়ক উন্মুক্ত থাকবে; বন্ধ থাকবে যানবাহন চলাচল বলেও জানান মো. শফিকুল ইসলাম।