জম্মু-কাশ্মীরের সাবেক তিন মুখ্যমন্ত্রী ফের গৃহবন্দি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
জম্মু-কাশ্মীরের সাবেক তিন মুখ্যমন্ত্রীকে ফের গৃহবন্দি করা হয়েছে। সীমা নির্ধারন কমিশনের বিরুদ্ধে তারা একটি বিক্ষোভ-প্রতিবাদের প্রস্তাব দিয়েছিলেন।বিক্ষোভ ঠেকাতেই তাদের গৃহবন্দী করা হয়েছে।
ফারুক আবদুল্লাহ, মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ শ্রীনগরের গুপকর রোডে অবস্থান করছিলেন। উচ্চ নিরাপত্তা বেষ্টিত ওই এলাকা সিল করা হয়েছে। রাজনৈতিক নেতাদের বাড়ির সামনে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। ফলে, রাজনৈতিক নেতাদের বাড়িতে বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারছে না। কেউ বাড়ি থেকে বেরও হতে পারছেন না। সম্প্রতি জম্মু-কাশ্মীরের বিধানসভায় প্রকাশিত সীমা নির্ধারন কমিশনের আসন বণ্টনের বিষয়ে খসড়া প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ ঘোষণা করে ফারুক আবদুল্লাহর নেতৃত্বে গুপকার জোট।