জনগণের পকেট কেটে প্রশাসনিক পর্যায়ে ক্ষমতা বাড়াচ্ছে সরকার: মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
ক্রয়ক্ষমতা বাড়াতে নয়, জনগণের পকেট কেটে প্রশাসনিক পর্যায়ে ক্ষমতা বাড়াচ্ছে সরকার। এ অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ কারণেই বাজেটে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান তিনি। পাচার করা অর্থ ফেরতের আইন নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। সকালে জাতীয় প্রেসক্লাবে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল আরও বলেন, সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আওয়ামী লীগের উন্নয়নে ৪২ ভাগ মানুষ দারিদ্র্য সীমার নীচে চলে গেছে। কৃষি থেকে শুরু করে দাম বাড়ানো হয়েছে সবিকছুর। কিন্তু সেই অনুযায়ী বাড়েনি মানুষের আয়। অবৈধ সরকারের বাজেট জনগণের জন্য নয় এবং এই বাজেট জনগণের ভোগান্তি আরো বাড়িয়ে দেবে।
























