জনগণকে বঞ্চিত করে স্বাধীনতার ৫০ বছর উদযাপন করা প্রহসন

- আপডেট সময় : ০৭:৫৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং গণতন্ত্রকে মুক্ত করতে ঐক্যবদ্ধ আন্দোলন নিয়ে রাস্তায় নামার আহবান জানিয়েছেন ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন। তিনি বলেন, যারা অবৈধভাবে দেশ দখল করে রেখেছে, জনগণকে সাথে নিয়ে তাদের বিতাড়িত করতে হবে। রাজধানীতে খালেদার মুক্তির দাবিতে ঐক্যফ্রন্টের প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের দুই বছর উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে প্রতিবাদ সভা করে জাতীয় ঐক্যফ্রন্ট। সভায় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি শান্তিপূর্ণভাবে বিদায় নিতে চায় তাহলে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, যতদিন খালেদা জিয়া কারাগারে থাকবে ততদিন বিএনপির আর নির্বাচনে যাওয়ার প্রয়োজন নেই। ড. কামাল হোসেন বলেন, জনগণকে বঞ্চিত করে স্বাধীনতার ৫০ বছর উদযাপন করা প্রহসন।
দেশের মালিকের ভূমিকা রাখতে জানগনের প্রতি আহবান জানান তিনি।