চীনের একটি শহরে আবার বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০১:২২ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
টিকা দেয়ার পর বিশ্বের অনেক দেশে যখন সবকিছু স্বাভাবিক হচ্ছে, ঠিক তখনই চীনের একটি শহরে আবার বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এতে সেখানে চলাচলের ওপর বিধিনিষেধ দিয়ে লকডাউন জারি করা হয়েছে।
শুক্রবার চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শিল্পাঞ্চল চ্যাংচুনের ৯০ লাখ বাসিন্দার ওপর এই লকডাউন দেয়া হয়েছে। আদেশ অনুযায়ী, নির্দিষ্ট কারণ ছাড়া বাসিন্দারা বাড়ি থেকে বের হতে পারবেন না। পরিবারের একজন সদস্যই কেবল বের হতে পারবেন। সাংহাইতেও লকডাউনের প্রস্তুতি নেয়া হচ্ছে। গতকালই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে সাংহাই প্রশাসন। রাজধানী বেইজিংয়ে কোনো কোনো জায়গায় আংশিক আবার কোনো জায়গায় পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করা হয়েছে। ২০২০ সালে চীনের উহান প্রদেশে প্রথমবার করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এরপর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এই ভাইরাস।