চিরির বন্দরে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
দিনাজপুরের চিরির বন্দরে আমতলিতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে।
দুপুরে আমবাড়ি-ঢাকা মহাসড়কের ইসান এগ্রো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দিনাজপুর থেকে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসটি ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। পরে আহত দু’জনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ইসহাক আলীকে মৃত ঘোষণা করেন। আহত আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।


























