চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি

- আপডেট সময় : ০১:১৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮৮৮ বার পড়া হয়েছে
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ২৬ দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। মূলত লিভার সিরোসিস থেকেই সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক জটিলতা বাড়ছে। পেটে পানি চলে আসছে। প্রতিনিয়ত তা অপসারণ করতে হচ্ছে। শরীরে প্রোটিন কমে যাচ্ছে।
বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য বলেন, এই মুহূর্তে তাকে বিদেশে নিয়ে তার লিভার ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন। যা বাংলাদেশে সম্ভব নয়। এখানে ঠিকমতো চিকিৎসা না হওয়ার কারণে তার শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তার পায়ের বাতের ব্যথা বাড়ছে। হার্টের সমস্যা রয়েছে। গতরাতে বৈঠকের পর মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। কিছু ওষুধেও পরিবর্তন আনা হয়েছে। আরও কতোদিন খালেদা জিয়াকে হাসপাতালে থাকতে হবে- তা নিশ্চিত করে বলতে পারেনি মেডিকেল বোর্ড।