চালের বাজার সমন্বয়ে সারাদেশে বৃহস্পতিবার থেকে ওএমএস শুরু : খাদ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
দেশের চালের বাজার সমন্বয়ে নামমাত্র মূল্যে পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এজন্য ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ওএমএস কার্যক্রম।
সকালে নওগাঁ সার্কিট হাউজ মিলনায়তনে খাদ্য বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী আরো বলেন, এ বছর দেশে ২ হাজার ৩৬৩টি কেন্দ্রের মাধ্যমে ওএমএসের চাল বিক্রি করা হবে। একেকটি পরিবার ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল কিনতে পারবেন। এছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে ৩ মাস ১৫ টাকা কেজি দরে চাল কেনার সুযোগ দেয়া হবে। বর্তমানে দেশে ২০লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে বলে জানান মন্ত্রী।