চাকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা

- আপডেট সময় : ০৪:৫৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
ছোটোখাট অভিযোগ আর শিক্ষার্থীদের উচ্ছ্বাসের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-চাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে গণনা। ক্যাম্পাসের পাঁচটি ভবনে উৎসবের আমেজে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা। তবে ছাত্রদল ও ছাত্রশিবিরের প্যানেল থেকে আলোচনার জন্ম দিয়েছে, অমোচনীয় কালি মুছে যাওয়ার অভিযোগ।
প্রায় তিন যুগের নিস্তব্ধতা ভেঙে নতুনভাবে জেগে উঠেছে এ সবুজ ক্যাম্পাস। কারণ আলোর মুখ দেখেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- চাকসু নির্বাচন।
ক্যাম্পাসের আইটি ভবন, নতুন কলা ভবন, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান ও বাণিজ্য- বিবিএ অনুষদ ভবনের ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ২৭ হাজারের বেশি শিক্ষার্থী এ নির্বাচনে ভোটার।
৩৫ বছর পর অনুষ্ঠিত চাকসুর সপ্তম নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই নির্বাচনকে তাঁরা ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার পুনরুজ্জীবন হিসেবে দেখছেন।
ভোট দিতে পেরে অধিকাংশ শিক্ষার্থী সন্তোষ প্রকাশ করলেও অনেকে করছেন অভিযোগ।
ফলাফল ঘোষণা পর্যন্ত অনুকূল পরিবেশ থাকবে বলে আশা করছেন নির্বাচন কমিশনার।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।